হুমায়ূন আহমেদের ‘দেবী’ নিয়ে আসছেন জয়া, চঞ্চল

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2017, 12:47 PM
UPDATED 15 March 2017, 18:52 PM

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রথমবারের মত চলচ্চিত্র প্রযোজনা করতে যাচ্ছেন। ছবিটির নাম ‘দেবী’। শিগগীরই এ ছবির চিত্রধারণের কাজ শুরু হতে যাচ্ছে।

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে এই ছবিটি নির্মাণ করবে জয়ার প্রযোজনা সংস্থা ‘সি তে সিনেমা’।

চিত্রনাট্যকার অনম বিশ্বাস ‘দেবী’ পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটাবেন। ছবিটির চিত্রনাট্যও রচনা করছেন তিনি।

বাংলাদেশ সরকারের আর্থিক অনুদান নিয়ে তৈরি হবে ছবিটি।

চঞ্চল চৌধুরী এই ছবিতে মিসির আলীর চরিত্রে অভিনয় করছেন। জয়া আহসান অভিনয় করবেন রানুর চরিত্রে। আনিসের চরিত্রে অভিনয় করবেন অনিমেষ আইচ।

এ ছবির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে শবনম ফারিয়ার। এছাড়াও, এতে থাকছেন ইরেশ যাকের।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমার অসংখ্য ভক্ত-শুভাকাঙ্খীরা আমাকে এত বছর ধরে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদান দেয়া তো সম্ভব নয়। তবে আমার কাজের মাধ্যমে তাঁদের জন্য নতুন কিছু সৃষ্টি করার স্বপ্ন দেখছি।”