সালমানের মৃত্যু নিয়ে সুর পাল্টাচ্ছেন রুবি

By স্টার অনলাইন রিপোর্ট
9 August 2017, 12:02 PM
UPDATED 10 August 2017, 14:04 PM

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ-এর রহস্যজনক মৃত্যুর প্রকৃত তদন্ত দাবি করে আরও দুটি ভিডিও বার্তা আজ (৯ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রাবেয়া সুলতানা রুবি।

গত ৬ আগস্ট প্রকাশিত ভিডিও বার্তায় তিনি জোর দিয়ে দাবি করেন যে অভিনেতা সালমানকে হত্যা করা হয়েছিলো। সেই ভিডিওতে সালমান শাহ আত্মহত্যা করে নাই এবং তাঁর খুনের পেছনে রুবির স্বামী ও সালমানের স্ত্রী সামিরার পরিবার জড়িত বলে দাবি করলেও নতুন একটি (সাড়ে ২৫ মিনিটের) ভিডিওতে তিনি বলেন, “খুন বা আত্মহত্যা যেটাই হোক… আমি কিন্তু… ইনভেস্টিগেশনের মধ্যে বলবো না যে এটা আত্মহত্যা না হত্যা। এটা আমার বলা উচিত না। আমি আগেরবার যেটা বলেছি ভিডিও করে সেটাতে আমার রং (ভুল) ছিলো। আমি ইমোশনাল ছিলাম বেশি, যার জন্যে আমি বলেছি এটা হত্যা।”

এরপর, সামিরা ও তাঁর বাবাকে বিষয়টি নিয়ে জিজ্ঞেস করার ওপর জোর দেন রুবি।

আজকে প্রথম ভিডিওটি প্রকাশ করার দুই ঘণ্টা পর রুবি আরও একটি (ছয় মিনিটের) ভিডিও বার্তা ফেসবুকে পোস্ট করেন। এতে তিনি বলেন, “আরে আমি যদি জানতাম কে খুন করলো… আরে আমি নিজে খুন করলেও তো বলতাম আমি খুন করেছি, কেউ বিশ্বাস করুক আর না করুক।”

এই ভিডিওটিতে তিনি আরও বলেন, “যে জিনিসে মন দেওয়ার কথা সেটা হলো সালমান শাহ মারা গেল কেমন করে। তা না আমার চরিত্র হরণে লেগে পড়েছে সবাই।... যে জানে সবকিছু সেই সামিরাকে কেন জিজ্ঞাস করা হয় না?... ওকি প্রধানমন্ত্রী থেকে… দুনিয়ার সব মানুষের থেকে বড় নাকি যে, পুলিশও ওকে ধরতে পারে না?”