সময়ের অভাবে আরেফিন শুভ-র ‘ওলট পালট’

By স্টার অনলাইন রিপোর্ট
30 May 2017, 08:39 AM
UPDATED 30 May 2017, 14:44 PM

ইচ্ছে থাকার পরও “ওলট পালট” সিনেমায় কাজ করা হলো না আরেফিন শুভর। সময়ের অভাবে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে হলো তাঁকে।

রবি কিনাগি পরিচালিত ছবিটিতে অভিনয় করবেন কলকাতার সোহম ও যিশু সেনগুপ্ত। বাংলাদেশ থেকে থাকবেন বিদ্যা সিনহা মিম, পিয়া বিপাশা ও রোশান।

সিনেমাটা কেন করা হলো না সেটা নিয়ে আরেফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “ছবিটাতে আমার কাজ করার ভীষণ ইচ্ছে ছিলো, কিন্তু কাজ করা হচ্ছে না। এর কারণ ছবির শুটিংয়ের কাজ দেড় মাস পেছানো হয়েছে। এ সময় আমার শিডিউল মেলানোটা খুব শক্ত হবে।”

ছবিটির শুটিংয়ের জন্য কলকাতায় গিয়েছিলেন সে কথা উল্লেখ করে তিনি বলেন, “প্রাথমিকভাবে ছবিটির জন্য মৌখিক আলোচনায় রাজি হয়েছিলাম। কিন্তু এখন শিডিউল সমস্যাটা বড় হয়ে দাঁড়িয়েছে। সেই সময় আমার অন্য ছবির শুটিং রয়েছে। তাই ‘ওলট পালট’  ছবিটি জন্য কাজ করা হচ্ছে না।”

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার গ্রিস টাচ এন্টারটেইনমেন্ট যৌথভাবে ছবিটি প্রযোজনা করবে।