সম্মননায় ‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী ও কুশলীরা

By স্টার অনলাইন রিপোর্ট
26 May 2017, 05:53 AM
UPDATED 26 May 2017, 11:58 AM

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধের ছবি “ওরা ১১ জন” সিনেমার শিল্পী ও কুশলীদের সম্মাননা প্রদান করলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি।

গতকাল বৃহস্পতিবার (২৫ মে) এফডিসির জহির রায়হান কালার ল্যাবে এ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন - ছবির অভিনয়শিল্পী খসরু, সৈয়দ হাসান ইমাম, মিরানা জামান, নায়করাজ রাজ্জাক, সংলাপ লেখক ও অভিনেতা এটিএম শামসুজ্জামান, নূতন, কাজী ফিরোজ রশীদ, ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম (মরণোত্তর), গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, প্রযোজক সোহেল রানা, চিত্রনাট্যকার কাজী আজিজ, পরিবেশক ইফতেখারুল আলম ও প্রধান সহকারী পরিচালক শামসুল আলম।

সম্মননাপ্রাপ্তদের মধ্যে রাজ্জাক, খসরু এবং এটিএম শামসুজ্জামান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামের হয়ে সম্মাননা গ্রহণ করেন তাঁর স্ত্রী জোৎস্না কাজী।

পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি ছিলেন এফডিসির এমডি তপন কুমার ঘোষ ও মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

মোহাম্মদ হোসেন জেমীর উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিনেতা মিশা সওদাগর, বদিউল আলম খোকন, সুমন শাহীন, কবির টুটুল, অপূর্ব রানা, মাসুম বাবুল প্রমুখ।

 

আরও পড়ুন: ‘ওরা ১১ জন’ সিনেমার শিল্পী কুশলীদের সংবর্ধনা, থাকছেন না শাবানা