শুভ নয় শাকিব!

By স্টার অনলাইন রিপোর্ট
4 May 2017, 07:54 AM
UPDATED 4 May 2017, 13:57 PM

দীর্ঘ বিরতির পর সিনেমা পরিচালনা করছেন চিত্রনায়ক আলমগীর। সিনেমার নাম “একটি সিনেমার গল্প”। প্রথমে যেভাবে ঘোষণা দেওয়া হয়েছিলো শেষ পর্যন্ত থাকছে না এর অনেককিছুই। প্রথমে আরিফিন শুভকে নেওয়া হয়েছিলো। এমনকি, চুক্তিবদ্ধও করা হয়েছিলো তাঁকে। বর্তমানে তাঁর জায়গায় অভিনয় করবেন শাকিব খান।

বিষয়টি নিয়ে আলমগীর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি যে ‘চরিত্রটা নিয়ে ভেবেছিলাম শুভ’র জন্য তা ওর সঙ্গে ঠিক যাচ্ছে না। তাই শাকিবকে নেওয়া হয়েছে। শুভ আমার পরের ছবিতে অভিনয় করবে।”

তিনি আরও জানান, “আমার প্রযোজনা সংস্থা আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারেই ছবিটি নির্মিত হবে। এটি কোন যৌথ প্রযোজিত সিনেমা নয়। সিনেমাটির শুটিং শুরু হবে সেপ্টেম্বরে। বর্তমানে ছবির প্রি-প্রডাকশনের কাজ চলছে।”

“একটি সিনেমার গল্প”-এ শাকিবের বিপরীতে অভিনয় করবেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। এটি এ জুটির দ্বিতীয় ছবি। ছবিটিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আলমগীর নিজে।