শাহরিয়ারের ‘বেসিক আলী’ আরিফিন শুভ

জাহিদ আকবর
জাহিদ আকবর
21 August 2017, 07:32 AM
UPDATED 21 August 2017, 13:40 PM

শাহরিয়ার খানের জনপ্রিয় “বেসিক আলী” কমিক সিরিজ নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবিটির নামও রাখা হয়েছে “বেসিক আলী”। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।

শাহজাহান সৌরভের পরিচালনায় কমিক সিরিজটিকে অবলম্বন করেই রচিত হবে সিনেমার গল্প। এই সিরিজের বাকি চরিত্রগুলো - তালিব আলী, রিয়া হক, মলি আলী, নেচার আলীও থাকবেন ছবিতে।

শুভ ছাড়া অন্য চরিত্রগুলো এখনো চূড়ান্ত করা হয়নি। ছবিটির প্রযোজনা ও পরিবেশনায় থাকছে স্বপ্ন স্কেয়ার ক্রো। এটি তাদের প্রযোজিত প্রথম সিনেমা।

আরিফিন শুভ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “বেসিক আলী কার্টুন আমার মাঝে মাঝে পড়া হয়েছে। বেশিরভাগ পড়েছি গাড়িতে বসে। কমিকের গল্পটি আমি জানি। তাই সিনেমায় কাজ করা আমার পক্ষে সহজ হবে। বরাবরই ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করতে আমার ভালো লাগে। আমরা চেষ্টা করবো চরিত্রটিকে দাঁড় করাতে।”

“হলিউডে ডে কমিক থেকে প্রচুর সিনেমা হয়েছে। এবারই প্রথম এমন সিনেমা নির্মিত হচ্ছে বাংলাদেশে। বিষয়টি আমার জন্য অনেক ভালোলাগার,” বলেন শুভ।

এদিকে, শুভ অভিনীত “ঢাকা অ্যাটাক” মুক্তি পাচ্ছে ৬ অক্টোবর। দীপঙ্কর দীপন পরিচালিত এই ছবিটিতে তাঁর বিপরীতে রয়েছেন মাহিয়া মাহি। এছাড়াও, তিনি চিত্রনায়ক আলমগীর পরিচালিত “একটি সিনেমার গল্প”-এর শুটিং শুরু করবেন ৯ সেপ্টেম্বর।