শাবনূরের সদস্যপদ স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
23 May 2017, 06:46 AM
UPDATED 23 May 2017, 13:16 PM

এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সহকারী চিত্রপরিচালক সমিতির সদস্যপদ স্থগিত করা হয়েছে।

শনিবার এফডিসির জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতির সভাপতি এসআই ফারুক দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাবনূরের লিখিত অনুরোধে আমরা তাঁকে সহকারী পরিচালক সমিতির সদস্যপদ দিই। কিন্তু পদ পাওয়ার পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখেননি। এমনকি, সমিতির কার্যক্রমগুলোতেও অংশ নেননি। তাই সমিতির গঠনতন্ত্র অনুযায়ী আমরা তাঁর সদস্যপদ স্থগিত রেখেছি।”

তিনি আরও জানান, “সিনেমায় তাঁর অনেক অবদান রয়েছে, তাই তাঁর প্রতি সম্মান দেখিয়ে আমরা তাঁর সদস্যপদ বাতিল করিনি। তিনি দেশে ফেরার পর যদি আমাদের কাছে লিখিতভাবে যোগাযোগ করে এসবের কারণ দেখান এবং আমাদের সমিতির মাসিক চাঁদা পরিশোধ করেন তাহলে আমরা কমিটির সভায় তাঁর বিষয়টি বিবেচনা করব।”

শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।