এবার নেতা হবেন শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
31 July 2017, 10:18 AM
UPDATED 31 July 2017, 16:42 PM

অবশেষে শুরু হলো “আমি নেতা হবো” ছবির শুটিং। এতে প্রধান ভূমিকায় দেখা যাবে ঢালিউডের কিং শাকিব খানকে।

ছবির গল্পে তিনি নেতা হওয়ার চেষ্টা করবেন। এক সময় তা হয়ে যাবেনও। প্রথম দিনের শুটিংয়ে অংশ নিয়েছেন অপর দুজন তারকা ওমর সানি ও মৌসুমী। ছবিটিতে আরও অভিনয় করছেন মিম, মিষ্টি, জান্নাত, কাজী হায়াত প্রমুখ।

নির্মাতা উত্তম আকাশ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শাকিব খান আগামীকাল থেকে একটানা ‘আমি নেতা হবো’ ছবির শুটিং করবেন। আজ গানের শুটিং দিয়ে ছবির কাজ শুরু হলো।”

উল্লেখ্য, গত ১৮ জুলাই এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ চলচ্চিত্র পরিবার এর অন্তর্ভুক্ত ১৮টি সংগঠনের সদস্যদের শাকিবের সঙ্গে কাজ করা থেকে বিরত থাকার আহ্বান জানায়। সেই বিজ্ঞপ্তির কার্যকারিতা “আমি নেতা হবো”-সহ তিনটি ছবির ক্ষেত্রে তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।