শাকিব খান-অমিতের দিন শেষ আগামীকাল

By স্টার অনলাইন রিপোর্ট
5 February 2017, 10:16 AM
UPDATED 5 February 2017, 16:19 PM

আগামীকাল ৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে শাকিব খান ও অমিত হাসানের দিন। কেননা, শিল্পী সমিতির দুই বছর পূর্ণ হবে সেদিন।

আগামীকাল মেয়াদ শেষ হওয়ার পর ঘোষণা করা হবে শিল্পী সমিতির নতুন নির্বাচনের তারিখ। এবার সভাপতি পদে দাঁড়াচ্ছেন মিশা সওদাগর ও ওমর সানী। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দীতা করবেন জায়েদ খান ও ইলিয়াস কোবরা।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমা বিষয়ক আর কোন ধরণের নির্বাচনে আমার থাকার ইচ্ছে নেই। নির্বাচন থেকে অনেক দূরে থাকতে চাই। এখন শুধু আভিনয় নিয়েই ব্যস্ত থাকবো।”

শিল্পী সমিতির সভাপতি প্রার্থী মিশা সওদাগর দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শিল্পীদের স্বার্থেই কাজ করে যাবো। যৌথ প্রযোজিত সিনেমার নামে যে প্রতারনা হয় সেটার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবো।”

উল্লেখ্য, আগামী মার্চ মাসে শিল্পী সমিতির নির্বাচন হওয়ার কথা রয়েছে।