শাকিব খানের সঙ্গে দ্বন্দ্ব মিটলো কি?

By স্টার অনলাইন রিপোর্ট
30 September 2017, 09:36 AM
UPDATED 30 September 2017, 15:42 PM

ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের তিক্ততা সৃষ্টি হয়েছিলো গত মে মাসে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। এরপর, কয়েকমাস ধরে দুপক্ষের মধ্যে বিভিন্নরকমের বাক্য বিনিময় হয়। এসব নিয়ে চলচ্চিত্র শিল্পে দেখা দেয় অস্থিরতা। তবে সবকিছু ভুলে তাঁদের দুজনের মধ্যে আবার তৈরি হয়েছে হৃদ্যতা।

গতকাল (২৯ সেপ্টেম্বর) জায়েদ খানের আহ্বানে শিল্পী সমিতির অফিসে এসেছিলেন শাকিব খান। এসময় শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর সানী ছিলেন তাঁর সঙ্গে।

সেদিন বিকেলে বিএফডিসির মান্না ডিজিটাল কালার ল্যাবের সামনে উত্তম আকাশের “আমি নেতা হবো” ছবির শুটিং করছিলেন শাকিব খান। সেসময় সেখানে হাজির হন জায়েদ খান। তিনি শাকিবকে সমিতিতে আসার জন্য অনুরোধ করেন। শাকিবও আপত্তি করেননি এতে। হাসিমুখে ওমর সানীকে সঙ্গে নিয়ে আসেন সমিতির কার্যালয়ের।

সূত্র মতে, আমন্ত্রিত অতিথিদের বিস্কুট-চানাচুর দিয়ে আপ্যায়ন করানো হয়। তাঁরা প্রায় আধ-ঘণ্টা সময় কাটান আড্ডায়, গল্পে। এসময় শাকিব খান শিল্পী সমিতির নতুন সাজ-সজ্জার ভূয়সী প্রশংসা করেন।

তাহলে গত কয়েকমাস ধরে চলে আসা দ্বন্দ্বের অবসান হলো কি – মন্তব্য চলচ্চিত্রের সঙ্গে জড়িত অনেকের।