শাকিব খানের সংবাদ সম্মেলন ১ মে

By স্টার অনলাইন রিপোর্ট
30 April 2017, 10:23 AM
UPDATED 30 April 2017, 16:49 PM

চলচ্চিত্রে শাকিব খানের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্যে নিষেধাজ্ঞা ঘোষণার প্রেক্ষিতে তিনি আগামী ১ মে বিকেল ৪টায় রাজধানীর গুলশানের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করবেন বলে জানিয়েছেন।

এর আগে, দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে শাকিব বলেন, “সবাই দেখছেন চলচ্চিত্রের সঙ্গে জড়িত ১২টি সংগঠন আমার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু এখানে আসলে একজন মানুষ এমন ঘটনা ঘটাচ্ছেন।”

তবে এই “একজন মানুষ” কে তা খোলাসা করে বলেননি তিনি।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা নিয়ে শাকিবের প্রতিক্রিয়া

উল্লেখ্য, গতকাল বিএফডিসিতে এক সংবাদ সম্মেলনে চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন তাঁর লিখিত বক্তব্যে চিত্রনায়ক শাকিব খানকে অনির্দিষ্টকালের জন্যে নিষিদ্ধ ঘোষণা দেন।

একই সঙ্গে নির্মিতব্য “রংবাজ” চলচ্চিত্রে শাকিবকে প্রধান চরিত্রে অভিনয় করানোর কারণে পরিচালক শামীম আহমেদ রনির সদস্যপদ বাতিল করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি।

আরও পড়ুন: শাকিব নিষিদ্ধ, রনির সদস্যপদ বাতিল

কয়েকটি পত্রিকায় শাকিব খান চিত্র পরিচালক ও শিল্পীদের “বেকার” বলায় পরিচালক সমিতি তাঁকে উকিল নোটিশ পাঠায়। কৈফিয়ত না দেওয়া পর্যন্ত তাঁকে সিনেমার শুটিং বন্ধ রাখার আহ্বান জানায়। ২৪ এপ্রিলের নোটিশটিতে শাকিবকে নিয়ে ছবি নির্মাণ না করতে পরিচালকদের প্রতিও অনুরোধ জানায় সমিতি।