শাকিব খানের চার মিশন

By স্টার অনলাইন রিপোর্ট
6 March 2017, 11:50 AM
UPDATED 6 March 2017, 18:06 PM

পরপর চারটি যৌথ প্রযোজিত চলচ্চিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে। চারটি ছবিই বিভিন্ন উৎসবে মুক্তি পাবে এক এক করে।

ছবিগুলো প্রযোজনা করবে কলকাতার নামি প্রযোজনা সংস্থা ভেঙ্কটেশ ফিল্মস।

সিনেমাগুলোতে শাকিব খানের বিপরীতে থাকবেন কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা ও নুসরাত জাহান।

আগামী ১৬ মার্চ শুটিং শুরু হবে রাজিব বিশ্বাস পরিচালিত একটি সিনেমার।

শাকিব খান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমি সব নিয়মকানুন মেনেই ছবিগুলোতে অভিনয় করছি। এই ছবিগুলোর মধ্যে দুটির গল্প শুনেছি। একটি অ্যাকশনধর্মী, অন্যটি নিটোল প্রেমের।”

শাকিব খান বর্তমানে `অহংকার’ নামের একটি ছবিতে কাজ করছেন। তাঁর বিপরীতে রয়েছেন বুবলী। এছাড়াও, যৌথ প্রযোজিত ‘নবাব’ ছবির কাজ শেষ করেছেন। এ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী।