শরৎচন্দ্রের এই সময়ের নায়িকা জ্যোতি

By স্টার অনলাইন রিপোর্ট
15 March 2017, 08:46 AM
UPDATED 15 March 2017, 14:48 PM

শরৎচন্দ্রের উপন্যাস অবলম্বনে কলকাতায় নির্মিত হতে যাচ্ছে নতুন একটি ছবি। এতে অভিনয় করবেন বাংলাদেশের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

সিনেমাটি পরিচালনা করবেন ভারতের জাতীয় পুরস্কারজয়ী নির্মাতা প্রদীপ্ত ভট্টাচার্য। জ্যোতির বিপরীতে দেখা যাবে কলকাতার ঋত্বিক চক্রবর্তীকে।

আজ দুপুরে দ্য ডেইলি স্টার অনলাইনকে জ্যোতি বলেন, “উপন্যাস বা ছবিটির নাম এখন প্রকাশ করতে চাই না। তবে শরৎচন্দ্রের নায়িকাটি হবেন এই সময়ের আদলে।”

“আমার জন্য কাজটা একটু কঠিনই হবে, কারণ পরিচালক ও অভিনেতা দুজনই অনেক গুণী মানুষ। তাঁদের কাছে অনেক কিছু শেখার আছে।”

“নিজেকে শরৎচন্দ্রের এই সময়ের নায়িকা বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছি,” যোগ করেন জ্যোতি।

আগামী মে মাসের প্রথম সপ্তাহে ছবিটির কাজ শুরু হবে কলকাতায়।