‘রাজনীতি’ দেখতে অপুর আমন্ত্রণ

By স্টার অনলাইন রিপোর্ট
26 May 2017, 06:16 AM
UPDATED 26 May 2017, 12:19 PM

প্রায় এক বছর পর চলচ্চিত্রে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আগামী ঈদে মুক্তি পাচ্ছে তাঁর ‘রাজনীতি’ শিরোনামের একটি সিনেমা। বিপরীতে রয়েছেন স্বামী-অভিনেতা শাকিব খান।

ছবিটির মুক্তি উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সম্প্রতি। সেখানে উপস্থিত ছিলেন অপু বিশ্বাস।

দ্য ডেইলি স্টার অনলাইনকে তিনি বলেন, “সবার কাছে আমার অনুরোধ আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন। কারণ, বহুদিন পর আমার ছবি মুক্তি পেতে যাচ্ছে। এছাড়াও, এটি এ দেশের ছবি, এখানকার মানুষদের বানানো ছবি, পিওর বাংলাদেশি ছবি। আমি সবাইকে হলে গিয়ে ছবিটি দেখার জন্যে আমন্ত্রণ জানাচ্ছি।”

আরেক প্রশ্নের জবাবে তিনি জানান, “সিনেমায় আমার চরিত্র নিয়ে এখন কিছু বলবো না। তাহলে তো ‘রাজনীতি’-তে আর চমক থাকবে না। চমক থাকুক এর মুক্তি পর্যন্ত।”

বুলবুল বিশ্বাস পরিচালিত “রাজনীতি” ছবিটিতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ, ডিজে সোহেল এবং কমল।