‘রংবাজ’ লুকে শাকিব খান

By স্টার অনলাইন রিপোর্ট
20 April 2017, 06:58 AM
UPDATED 20 April 2017, 13:14 PM

এবার ‘রংবাজ’ লুকে দেখা যাচ্ছে শাকিব খানকে। বর্তমানে ছবিটির শুটিং চলছে পাবনায়। এতে নায়িকা হিসেব তাঁর বিপরীতে রয়েছেন শবনম বুবলি।

ইতোমধ্যে বিভিন্ন কারণে আলোচনায় এসেছে ‘রংবাজ’। ছবিটিতে শাকিব খানকে দেখা যাবে মুখে স্টাইল করা খোঁচা দাড়ি, কানে দুল, চোখে রঙিন চশমা, কানে স্টার আকৃতির ট্যাটু আর ঘাড় জুড়ে লেখা ‘রংবাজ’।

১৯ এপ্রিল রাতে শাকিব খান ফেসবুকে পোস্ট করেন তাঁর ‘রংবাজ’ ছবির লুক।

ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের রূপরঙ চলচ্চিত্র ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। পাবনা ও নাটোরে একটানা ‘রংবাজ’-এর শুটিং চলবে ২ মে পর্যন্ত।

কলকাতা ও সুইজারল্যান্ডের বিভিন্ন স্থানে ছবিটির দৃশ্য ধারণ করা হবে।

‘রংবাজ’ সিনেমায় আরও অভিনয় করছেন রজতাভ দত্ত, নূতন, সাদেক বাচ্চু প্রমুখ। সিনেমাটি আগামী ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে ‘বসগিরি’ ও ‘শুটার’ ছবিতে শাকিব খান ও বুবলি জুটি হয়ে অভিনয় করেছিলেন।