মৌসুমীর পদত্যাগে নিপুণের অভিষেক

By স্টার অনলাইন রিপোর্ট
12 October 2017, 07:50 AM
UPDATED 12 October 2017, 14:11 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্যের পদ থেকে চিত্রনায়িকা মৌসুমীর পদত্যাগ করায় সে পদে অভিষেক হলো অভিনেত্রী নিপুণের।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৩ জুলাই মৌসুমী পদত্যাগ করায় সমিতির গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি মিশা সওদাগর নিপুণকে শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত ছিলেন জায়েদ খান, ফেরদৌস, পপি, রিয়াজ, অঞ্জনা, আলীরাজ, ইমন, সাইমন প্রমুখ।

শপথ গ্রহণ শেষে নিপুণ দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “শিল্পী সমিতির সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে। সিনেমার জন্য যা কিছু মঙ্গলময় সবকিছুর সঙ্গেই থাকব। আমি কখনও শিল্পী সমিতির রাজনীতিতে সক্রিয় ছিলাম না। তবে অনেকদিন থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছিলাম।”

“বিভিন্ন সময়ে দেখেছি অনেক ভালো ছবি রাজনীতির শিকার হয়ে হল পায় না। অন্যদিকে আবার নিয়ম না মেনে যৌথ প্রযোজনা হচ্ছে। এসবের কারণে ইন্ডাস্ট্রি ধ্বংসের দিকে যাচ্ছে,” মন্তব্য এ অভিনেত্রীর।

এছাড়াও, সবাইকে একজোট হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।