মাহিয়া মাহির বিরুদ্ধে আইনি নোটিশ

By স্টার অনলাইন রিপোর্ট
18 May 2017, 07:23 AM
UPDATED 18 May 2017, 15:40 PM

জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহিকে আইনি নোটিশ পাঠালেন “মনে রেখো” চলচ্চিত্রের প্রযোজক ও হার্টবিট প্রডাকশনের কর্ণধার তাপসী ফারুক। চুক্তির বাইরে অতিরিক্ত টাকা দাবি ও ছবির শুটিংয়ে শিডিউল না দেওয়ার অভিযোগ করা হয়েছে সেই নোটিশে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাসুম বিল্লাহ স্বাক্ষরিত নোটিশটি ১৬ মে পাঠানো হয়েছে।

নোটিশের বিষয়ে মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “সিনেমা জীবনের প্রথম থেকেই একটি সিনেমার জন্য ৩৫ দিন শিডিউল দিই। কিন্তু এই সিনেমার শুটিং ৪৫ দিন করেছি। তারপরও, তারা কাজ শেষ করতে পারেননি। পরবর্তীতে অন্য সিনেমায় ব্যস্ত হয়ে পড়েছি। এতো দিনেও যদি ছবির শুটিং শেষ করতে না পারে, এখানে আমার দোষ কী বুঝছি না।”

তিনি আরও বলেন, “বর্তমানে ঢাকার বাইরে অন্য সিনেমার শুটিং করছি। বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলব।”

মাহিয়া মাহিকে অভিযুক্ত করা সিনেমা “মনে রেখো”-য় তাঁর বিপরীতে রয়েছেন কলকাতার বনি সেনগুপ্ত।

মাহি বর্তমানে “জান্নাত” ছবির শুটিং করছেন। এখানে তাঁর বিপরীতে রয়েছেন ইমন।