মামুনের ‘ময়না’ মাহি

By স্টার অনলাইন রিপোর্ট
29 January 2017, 11:46 AM
UPDATED 29 January 2017, 17:56 PM

অনন্য মামুন পরিচালিত নতুন সিনেমা ‘ময়না’-তে ময়না চরিত্রে অভিনয়ের জন্য আজ বিকাল চারটায় চুক্তিবদ্ধ হলেন মাহিয়া মাহি।

রোমান্টিক কমেডি ধাঁচের ছবিটির শুটিং শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। এটি প্রযোজনা করবে ভার্সেটাইল মিডিয়া।

দ্য ডেইলি স্টার অনলাইনকে অনন্য মামুন জানান, “মাহির বিপরীতে অভিনয় করবেন কলকাতার একজন নায়ক। তবে তা এখনই প্রকাশ করতে চাই না।”

উল্লেখ্য, গত ডিসেম্বরে অনন্য মামুনের ‘আমি তোমার হতে চাই’ সিনেমাটি মুক্তি পায়। মীম ও বাপ্পী অভিনীত সিনেমাটি মোটমুটিভাবে দর্শকের আকর্ষণ করেছে।