ভোট চাইলেন জয়া আহসান

By স্টার অনলাইন রিপোর্ট
22 February 2017, 07:52 AM
UPDATED 22 February 2017, 13:56 PM

ভোট চাইলেন জয়া আহসান। গতকাল মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুক পেইজে একটি সংবাদ পোস্ট করে একটি লিংক শেয়ার করে এর ক্যাপশনে লিখেছেন –‘ভোট ফর মি’।

খবরটা হলো অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ সিনেমায় অভিনয়ের জন্য ভারতের বাংলা ফিল্মফেয়ার পুরস্কার ২০১৭ প্রতিযোগিতায় সেরা নায়িকা বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। সেজন্যই তাঁর এই ভোট চাওয়া।

মনোনয়ন পাওয়া অন্য অভিনেত্রীরা হলেন গার্গি রায় চৌধুরী (ছবি: বেঁচে থাকার গান), পাওলি দাম (ক্ষত), রাইমা সেন (মনচোরা), ঋতুপর্ণা সেনগুপ্ত (প্রাক্তন) এবং স্বস্তিকা মুখার্জি (সাহেব বিবি গোলাম)।

আগামী ২৫ ফেব্রুয়ারি কলকাতার সায়েন্স সিটিতে অনুষ্ঠিত হবে বাংলা ফিল্মফেয়ার পুরস্কার-২০১৭ অনুষ্ঠান।

জয়া আহসান দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “আমার চূড়ান্ত মনোনয়নের সংবাদটি গতকাল সকালেই জেনেছি। এখন দর্শকদের ভোটে সবকিছু হবে। সেই সময় কলকাতাতেই থাকবো একটা কাজে। হয়তো যোগ দেয়া হবে অনুষ্ঠানে।”

অরিন্দম শীল পরিচালিত ‘আবর্ত’ ছবির জন্য জয়া আহসান ২০১৪ সালেও বাংলা ফিল্মফেয়ারে মনোনয়ন পেয়েছিলেন। তিনি বর্তমানে মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ নামের একটি ছবির শুটিং করছেন।