ভাঙলো স্পর্শিয়ার ঘর

By স্টার অনলাইন রিপোর্ট
25 September 2017, 08:24 AM
UPDATED 25 September 2017, 18:30 PM

বিয়ের দুই বছরের মাথায় স্বামী নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বিচ্ছেদ হলো মডেল-অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়ার।

গত ২১ আগস্ট রাজধানীর মোহাম্মদপুরে একটি কাজী অফিসে তাঁদের ডিভোর্সের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

স্পর্শিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরটি নিশ্চিত করে রাফসান দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “আমাদের দুজনের সিদ্ধান্তে ডিভোর্স হয়েছে। সত্যি কথা বলতে চারপাশের কিছু মানুষের জন্যে বিষয়টি জটিল হয়ে গিয়েছিলো। সে কারণে আমরা ডিভোর্সের সিদ্ধান্ত নেই।”

২০১৫ সালের ২৯ সেপ্টেম্বর নির্মাতা রাফসান আহসানের সঙ্গে বাগদান সম্পন্ন হয় স্পর্শিয়ার। একই বছরের ১ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাঁরা।