বৈজ্ঞানিক কল্পকাহিনী ‘পরবাসিনী’-র মুক্তি ৫ মে

By স্টার অনলাইন রিপোর্ট
3 May 2017, 06:23 AM
UPDATED 3 May 2017, 12:27 PM

বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবি ‘পরবাসিনী’ মুক্তি পাচ্ছে আগামী ৫ মে। স্বপন আহমেদ পরিচালিত ‘পরবাসিনী’ ছবিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের ইমন এবং ভারতের উর্বশী রাউতেলা।

 

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবিটিতে আরও অভিনয় করেছেন বাংলাদেশের সোহেল খান, অপ্সরা আলী ও কাজী উজ্জ্বল এবং ভারতের উর্বশী, রিত মজুমদার, সব্যসাচী চক্রবর্তী, জুনমালিয়া প্রমুখ।

স্বপন আহমেদ দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “বাংলাদেশ ছাড়া ছবিটি পর্যায়ক্রমে মুক্তি পাবে মধ্যপ্রাচ্য ও আমেরিকায়।”

অভিনেতা ইমন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এমন একটি সিনেমায় অভিনয় করতে পেরেছি ভেবে ভালো লাগছে। আমার বিশ্বাস সবাই আমাকে নতুনভাবে আবিষ্কার করবেন। কেননা, বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক ছবিটি একটি নতুন মাত্রা যোগ করবে বাংলা সিনেমায়।”