বিদায় পরিচালক পিএ কাজল
পরিচালক পিএ কাজল। ছবি: সংগৃহীত
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পিএ কাজল আর নেই। গতরাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫০ বছর বয়সে মারা যান তিনি।
আজ দুপুরে রায়েরবাজারের একটি শ্মশানে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এর আগে এই পরিচালককে শেষ সম্মান জানাতে দুপুর ১২টায় এফডিসিতে নিয়ে আসা হয়।
তাঁর পুরো নাম পূর্ণেন্দু আচার্য কাজল। স্ত্রীর নাম সুচিত্রা আচার্য। দাম্পত্য জীবনে তিনি পুত্র চয়ন আচার্য ও কন্যা স্মৃতি আচার্যের জনক।
১৯৯১ সালে “গোধূলি” চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
“এক টাকার বউ”, “সাব্বাস বাঙালি”, “গণ দুশমন”, “ভালোবাসা আজকাল” এবং “প্রাণের স্বামী”-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা তিনি। তাঁর পরিচালনায় সর্বশেষ “চোখের দেখা” সিনেমাটি গত বছর মুক্তি পায়।