বলিউডে অভিষেকের অপেক্ষায় মম

By স্টার অনলাইন রিপোর্ট
25 August 2017, 10:12 AM
UPDATED 25 August 2017, 16:17 PM

অভিনেত্রী জাকিয়া বারী মম’র অভিষেক হতে যাচ্ছে বলিউডে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ।

ছোট পর্দার পাশাপাশি মম “দারুচিনি দ্বীপ”, “প্রেম করবো তোমার সাথে” ও “ছুঁয়ে দিলে মন” নামের তিনটি ছবিতে অভিনয় করেছন। মুক্তির অপেক্ষায় রয়েছে “স্বপ্নবাড়ি” নামের একটি সিনেমা। এবার জানা গেল বলিউডের একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মম দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে বলেন, “বলিউডের ছবির কাহিনিটি নারীকেন্দ্রিক। পুরো গল্পটি ডার্ক থ্রিলার ধাঁচের। আগামী ৭ সেপ্টেম্বর এ ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার জন্য ভারতে যাবো।”

পরিচালক ফয়সাল সাইফ পরিচালিত “শয়তান” শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন বাংলাদেশের নিরব। ছবিটি এখনো মুক্তি পায়নি।