বদলে যাওয়া অনন্ত জলিলের সংবাদ বিশ্ব গণমাধ্যমে

By স্টার অনলাইন রিপোর্ট
15 August 2017, 06:26 AM
UPDATED 15 August 2017, 13:18 PM

বাংলা ছবির জনপ্রিয় নায়ক অনন্ত জলিল বেশ অনেকদিন থেকেই নিজেকে চলচ্চিত্র থেকে দূরে রেখেছেন। সম্প্রতি, তিনি ধানমন্ডির একটি মসজিদে তাবলিগে আসেন। এছাড়াও, রবীন্দ্র সরোবরের মুক্ত মঞ্চে ভক্তদের ইসলামের পথে আহ্বান জানিয়ে খবরের শিরোনামে আসেন।

“খোঁজ”-খ্যাত এই অভিনেতার সেই সংবাদ বিশ্বের নামি-দামি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। ডেইলি মেইল, এএফপি এবং আরব নিউজসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম তাঁর বদলে যাওয়ার খবরটি প্রকাশ করে।

চলচ্চিত্র থেকে দুনিয়া থেকে দূরে এসে ইসলাম প্রচারের জন্যই তাঁর নাম উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমের পাতায়। সেই খবরগুলো অনন্ত জলিল নিজের ফেসবুক পেজে শেয়ার করেন।

এএফপিকে অনন্ত জলিল বলেন, “আল্লাহ আমাদের তৈরি করেছেন। আমি তাঁর শুকরিয়া আদায় করতে চাই। যদি আমি তরুণ প্রজন্মের কাছে ইসলামের বাণী পৌঁছে দিতে পারি (তাহলে) তাঁরাও উপকৃত হবেন।”