বদলে গেলো নুসরাত ফারিয়ার গানের নাম

By স্টার অনলাইন রিপোর্ট
13 June 2017, 14:28 PM
UPDATED 13 June 2017, 20:31 PM

“আল্লাহ মেহেরবান” গানটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে।

“বস টু” সিনেমার গানটিতে আল্লাহর পবিত্র নামকে ব্যবহার করে অশ্লীলতা করা হয়েছে এমন অভিযোগে ইউটিউব থেকে প্রত্যাহার করতে হয় গানটি।

এখন গান থেকে “আল্লাহ” শব্দটি বাদ দিয়ে “ইয়ারা” শব্দ যোগ করা হয়েছে। নতুন শব্দের গানটির নাম “ইয়ারা মেহেরবান”।

নুসরাত ফারিয়া দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “গানটির জন্য প্রায় তিনমাস পরিশ্রম করেছি। নাচের দিকে মনোযোগ দিয়েছি। কিন্তু গানটি প্রকাশ হওয়ার পর অন্যরকম হয়ে গেলো।”

“যারা কষ্ট পেয়েছেন তাঁদের জন্য দুঃখ প্রকাশ করছি,” যোগ করেন এই অভিনেত্রী।

বাবা যাদব পরিচালিত ছবিটিতে জিৎ-এর বিপরীতে অভিনয় করেছেন ঢাকার নুসরাত ফারিয়া এবং কলকাতার শুভশ্রী।

গতকাল “বস টু” ছবির প্রচারণার কাজে ঢাকা এসেছেন জিৎ। তিনি ১৫ জুন ফিরে যাবেন কলকাতায়।