পাঁচে চার আইরিন

By স্টার অনলাইন রিপোর্ট
25 January 2017, 07:24 AM
UPDATED 25 January 2017, 13:47 PM

পারিবারিক বন্ধন, গভীর প্রেম, ভৌতিকতা ও তৃতীয় লিঙ্গ – এই চারটি বিষয় উঠে এসেছে আইরিনের পাঁচ নম্বর ছবি ‘মায়াবিনী’-তে।

৩ ফেব্রুয়ারী মুক্তি পাবে আকাশ আর্চায পরিচালিত ‘মায়াবিনী’। আইরিনের বিপরীতে রয়েছেন সাইমন সাদিক।

গতরাতে বিএফডিসিতে পরিচালক সমিতির একটা অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার অনলাইনকে আইরিন বলেন, ‘মায়াবিনী সিনেমার গল্পে পারিবারিক বন্ধন, গভীর প্রেম, ভৌতিক বিষয় ও তৃতীয় লিঙ্গের উপস্থিতি – এই চারটা বিষয় রয়েছে।

আরো জানান, তার মুক্তিপ্রাপ্ত সিনেমার তালিকায ‘মায়াবিনী’ রয়েছে পাঁচ নম্বরে। তিনি আশা করেন মায়াবিনী দর্শকদের ভালোবসা পাবে।