পরীমনির দুই গরু

By স্টার অনলাইন রিপোর্ট
2 September 2017, 10:33 AM
UPDATED 2 September 2017, 16:45 PM

আর্থিক সংকটের কারণে অনেক সুবিধা-বঞ্চিত শিল্পীর কোরবানি দেওয়া হয় না। তাই বলে কী তাঁরা কোরবানির মাংস খাওয়া থেকে বঞ্চিত হবেন? তাঁদের কথা ভেবেই অভিনেত্রী পরীমনি এবার ঈদে দুটি গরু কোরবানি দেয়েছেন বিএফডিসিতে।
ঈদের দিন দুপুর আড়াইটার দিকে সেখানে উপস্থিত থেকে কোরবানি তদারকি করে মাংস বিতরণ করেছেন পরীমনি। শুধুমাত্র সুবিধা-বঞ্চিত শিল্পী কলাকুশলীদের কথা ভেবেই গত বছর একটি গরু কোরবানি দিয়েছিলেন তিনি। তাঁর এমন উদ্যোগকে চলচ্চিত্র পরিবারের অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
পরীমনি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, "এমন তৃপ্তি আগে কখনো পাইনি। শিল্পীদের প্রতি ভালোবাসা থেকেই এটি করি। আমরা একই মাধ্যমে কাজ করি। তাঁদের মুখের একটু হাসি আমার জন্য অনেক কিছু। যতোটুকু সামর্থ্য রয়েছে তাঁদের জন্য করেছি। মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই।"
ঈদে পরীমনি অভিনীত "সোনাবন্ধু" নামে একটি সিনেমা মুক্তি পেয়েছে। জাহাঙ্গীর আলম সুমন পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন পপি ও ডিএ তায়েব।