নতুন ‘চাঁদনী’ পরীমণি

By স্টার অনলাইন রিপোর্ট
14 March 2017, 07:07 AM
UPDATED 14 March 2017, 13:10 PM

এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমণিকে নিয়ে তৈরি হচ্ছে নতুন চলচ্চিত্র ‘চাঁদনী’।

একটি গান রেকর্ডিংয়ের মধ্য দিয়ে শুরু হয়েছে সিনেমাটির প্রাথমিক কাজ। জুনের প্রথম সপ্তাহে শুরু হবে এর শুটিং।

এ ছবিতে পরীমণিকে দেখা যাবে পাহাড়ি অঞ্চলের এক চঞ্চল মেয়ের চরিত্রে।

নব্বই দশকে নাঈম-শাবনাজকে নিয়ে নির্মিত হয়েছিলো ‘চাদঁনী’ নামের একটি চলচ্চিত্র। অনেক আলোচিত হয়েছিলো ছবিটি। অনেক বছর বাদে ‘চাঁদনী’ নামে নতুন আরেকটি সিনেমা নির্মিত হচ্ছে। এবার নতুন ‘চাঁদনী’ হচ্ছেন পরীমণি।

যদিও ছবির নাম ছাড়া আর কোন কিছুতে মিল নেই। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত হবে ছবিটি। এতে পরীমণির বিপরীতে অভিনয় করবেন জায়েদ খান ও আসিফ নূর।

পরীমণি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “নতুন ‘চাঁদনী’ হবে নায়িকা-প্রধান ত্রিভুজ প্রেমের একটি চলচ্চিত্র। সবার দৃষ্টি থাকবে আমার দিকেই। এ কারণে নিজেকে তৈরি করতে সময় লাগবে।”

“অভিনয়ের জন্য নিজেকে তৈরি করবো; তারপর, শুটিংয়ে যাবো।”

চলতি বছরে মুক্তি পাবে পরীমণির ‘স্বপ্নজাল’। তাঁর অন্য ছবিগুলো হলো ‘অন্তর জ্বালা’, ‘হৃদয় ছোঁয়া ভালোবাসা’, ‘আপন মানুষ’ ও ‘নদীর বুকে চাঁদ’।