তিন নম্বরে বুবলি

By স্টার অনলাইন রিপোর্ট
8 May 2017, 10:46 AM
UPDATED 8 May 2017, 16:49 PM

চিত্রনায়িকা বুবলি আসছেন তাঁর তৃতীয় সিনেমা “অহংকার” নিয়ে। শাহাদৎ হোসেন লিটন পরিচালিত এই সিনেমায় তাঁর বিপরীতে রয়েছেন শাকিব খান।

দ্য ডেইলি স্টার অনলাইনকে বুবলি বলেন, “এর আগে শাকিব খানের সঙ্গে ‘বসগিরি’ ও ‘শুটার’ নামের দুটি ছবিতে অভিনয় করেছি। ছবি দুটি ব্যবসা সফল হয়েছিল। আশা করছি, দর্শকরা ‘অহংকার’ ছবিটিতে আমার অভিনয় পছন্দ করবেন।”

তিনি আরও বলেন, “ইতোমধ্যে চলচ্চিত্রে আমাদের (শাকিব-বুবলি) একটি জুটি গড়ে উঠেছে। দর্শকরা আমাদের উপর ভরসা রেখেছেন। ‘বসগিরি’ সিনেমার একটি গান ইউটিউবে এক কোটি ভিউ ছাড়িয়েছে।”

শাকিব-বুবলি জুটির তৃতীয় ছবি “অহংকার” ঈদুল ফিতরের পরে মুক্তি পাবে এমনটিই নিশ্চিত করেছেন পরিচালক।