তবে কি রাজনীতিতে শাকিব খান?
‘রাজনীতি’ ছবির পোস্টারে শাকিব খান। ছবি: সংগৃহীত
রাজনীতিতে কি নাম লেখালেন জনপ্রিয় নায়ক শাকিব খান?
পোস্টারটি দেখে এমনই মনে হতে পারে সবার। কিন্তু, এটা শাকিবের একটি নতুন ছবির পোস্টার।
আজ জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে উন্মোচিত হয়েছে ‘রাজনীতি’ ছবিটির প্রথম পোস্টার।
শিল্পী সমিতির সামনে পোস্টারটি উন্মোচন করেন সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ এবং নায়করাজ রাজ্জাক, অভিনেতা জাভেদ, অমিত হাসান এবং এফডিসি ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ।
ছবিটিতে শাকিব খানকে পুরোনো ঢাকার একজন বনেদি রাজনীতিবিদ হিসেবে দেখা যাবে।