‘ডুব’ ভাসছে ২৭ অক্টোবর

By স্টার অনলাইন রিপোর্ট
5 September 2017, 09:49 AM
UPDATED 5 September 2017, 16:03 PM

জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর বহুল আলোচিত সিনেমা “ডুব”-এর গ্র্যান্ড ওয়াইড রিলিজের ঘোষণা দেওয়া হয়েছে।

আজ (৫ সেপ্টেম্বর) দুপুরে এক ফেসবুক পোস্টে ফারুকী জানান যে ছবিটি আগামী ২৭ অক্টোবর মুক্তি পাবে।

তিনি লিখেন, “বুকের ভিতর বয়ে চলে পাহাড় নামের নদী/ আহারে জীবন, আহা জীবন!/ কেমন সে নদী? অক্টোবরের সাতাশ তারিখ থেকে দেখা মিলবে সেই নদীর।”

ছবিটির ট্রেলার শীঘ্রই প্রকাশ করা হবে বলেও তিনি ফেসবুক পোস্টে উল্লেখ করেন।

ইরফান খান, রোকেয়া প্রাচী, তিশা, পার্নো মিত্র প্রমুখ অভিনীত “ডুব” ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র লাভ করে গত ৮ আগস্ট।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জীবন অবলম্বনে “ডুব” তৈরি করা হয়েছে এমন বিতর্ক রয়েছে ছবিটি নিয়ে। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার পাশাপাশি ছবিটি ভারত থেকে প্রযোজনা করছে এসকে মুভিজ ও ইরফান খান।

 

আরও পড়ুন:

অবশেষে ভেসে উঠলো ‘ডুব’

ভিডিও: ‘ডুব’ বির্তকে শাওনের যতো অভিযোগ