কাকে মন দিলেন মাহিয়া মাহি?

By স্টার অনলাইন রিপোর্ট
24 September 2017, 06:27 AM
UPDATED 24 September 2017, 15:48 PM

ঠিক কাকে মন দিলেন জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি? দর্শকরা এটি দেখতে পাবেন “মন দেব মন নেব” শিরোনামের সিনেমার গল্পে।

নারী প্রধান রোমান্টিক গল্পের সিনেমাটি পরিচালনা করবেন রবিন খান। মাহির বিপরীতে অভিনয় করছেন শিবলী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির শুটিং আজ (২৪ সেপ্টেম্বর) শুরু হচ্ছে রংপুরে।

মাহিয়া মাহি দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, “এ ছবিতে আমার চরিত্রটি একেবারেই ভিন্নধর্মী। একই সঙ্গে কমেডি, অ্যাকশন ও রোমান্স  থাকছে ছবিটির গল্পে। সব মিলিয়ে দর্শকরা পছন্দ করবেন আমার চরিত্রটি।”

“নারী প্রধান সিনেমা, তাই পুরো ছবির গল্প আমাকে ঘিরেই আবর্তিত হয়েছে,” যোগ করেন “অগ্নি”-খ্যাত এই অভিনেত্রী।

এদিকে, মাহি ও আরিফিন শুভর অভিনীত “ঢাকা অ্যাটাক” ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ অক্টোবর। ছবিটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এছাড়াও, মাহি “মনে রেখো” ও “পলকে পলকে তোমাকে চাই’ ছবির শুটিং করছেন।