কলকাতায় শুটিং করছেন তিশা

By স্টার অনলাইন রিপোর্ট
13 March 2017, 08:05 AM
UPDATED 13 March 2017, 14:14 PM

অভিনেত্রী তিশা বর্তমানে কলকাতায় শুটিং করছেন যৌথ প্রযোজিত ‘হলুদ বনি’ নামের একটি চলচ্চিত্রে।

এতে তিশার বিপরীতে অভিনয় করছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। আরও রয়েছেন পাওলি দাম।

সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের তাহের শিপন ও কলকাতার মুকুল রায় চৌধুরী।

বাংলাদেশের ইমপ্রেস টেলিফিল্ম প্রাইভেট লিমিটেড ও ভারতের টেলিসিনে অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের যৌথ প্রয়াসে নির্মিত হচ্ছে ছবিটি।

পরিচালক তাহের শিপন ফেসবুকের মাধ্যমে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানান, “কলকাতার বিভিন্ন স্থানে ‘হলুদ বনি’ ছবির শুটিং চলছে। পুরো মার্চ জুড়ে ছবির শুটিং চলবে কলকাতায়। এরপর, বাংলাদেশে এর কিছু অংশের চিত্রধারণ করা হবে।”

গতবছর তিশার ‘অস্তিত্ব’ ও ‘মেন্টাল’ নামে দুটি ছবি মুক্তি পায়। তাঁর বিপরীতে ছিলেন আরেফিন শুভ ও শাকিব খান। ছবি দুটি তেমন ব্যবসা না করতে পারলেও তিশার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।

এদিকে, তিশা অভিনীত মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘ডুব’ মুক্তির অপেক্ষায় রয়েছে। তাঁর বিপরীতে রয়েছেন বলিউডের ইরফান খান।