কলকাতায় শাকিব খানের ‘শিকারি’ পুরস্কৃত

By জাহিদ আকবর
23 January 2017, 08:35 AM
UPDATED 23 January 2017, 14:39 PM

শাকিব খান অভিনীত বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজিত চলচ্চিত্র ‘শিকারি’ কলকাতায় ‘কলাকার’ পুরস্কার লাভ করেছে। সেরা চলচ্চিত্রের বিভাগে পুরস্কারটি পেয়েছে ২০১৬ সালের অন্যতম আলোচিত এই ছবিটি।

জয়দেব মুখ্যার্জি পরিচালিত এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন শ্রাবন্তী, অমিত হাসান, রজতাভ দত্ত প্রমুখ। মুঠোফোনে শাকিব খান আজ নিজেই দ্য ডেইলি স্টার অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “এটা আমার জন্য বিরাট একটা পাওয়া। আমার অভিনীত ‘শিকারি’ দেশ ছাড়াও দেশের বাইরে প্রদর্শিত হয়েছে। মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। এর আগে কোন যৌথ প্রযোজিত সিনেমা এমন অর্জন করতে পারেনি। এমন কাজ দিয়ে মানুষের মনের ভেতর থেকে যেতে চাই।”

সম্প্রতি শাকিব খান আরেকটি যৌথ প্রযোজিত সিনেমা ‘নবাব’-এর শুটিং শেষ করেছেন। তার বিপরীতে রয়েছেন কলকাতার শুভশ্রী। বর্তমানে ‘অহংকার’ নামের একটি ছবির শুটিং করছেন শাকিব।