এবার বিস্ময় প্রকাশ করলেন অপু বিশ্বাস!

By স্টার অনলাইন রিপোর্ট
5 July 2017, 10:47 AM
UPDATED 6 July 2017, 13:51 PM

অপু বিশ্বাস অভিনয় করছেন অনন্ত জলিলের “দ্য স্পাই” ছবিতে। এমন খবর প্রকাশিত হয়েছে কয়েকটি সংবাদমাধ্যমে। তবে এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন “কোটি টাকার কাবিন”-খ্যাত এই অভিনেত্রী।

এ বিষয়ে দ্য ডেইলি স্টার অনলাইনকে মুঠোফোনে অপু বিশ্বাস বলেন, “এমন সংবাদে বিস্মিত হয়েছি। ‘দ্য স্পাই’ সিনেমায় অভিনয় বিষয়ে আমার সঙ্গে কারো প্রাথমিক আলাপও হয়নি।”

তিনি আরও বলেন, “কিছু দিন আগে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে অনন্ত জলিল এবং বর্ষার সঙ্গে দেখা হয়। বিভিন্ন বিষয়ে কথা বলার সময় তাঁরা আমার কাছে জানতে চান আমি ‘দ্য স্পাই’-এ অভিনয় করবো কিনা। তখন আমি বলি, আমার ‘রাজনীতি’ ছবিটি নিয়ে দর্শকদের কী মতামত তা জানার পর সবকিছু বলতে পারবো।”

“এছাড়া আর কোনো কথা হয়নি। আমার সঙ্গে কথা না বলেই এমন সংবাদ প্রকাশিত হয়েছে,” যোগ করেন অপু বিশ্বাস।

আরও পড়ুন: কেমন চলছে অপু বিশ্বাসের সংসার?