অভিনেত্রী আনোয়ারাকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

By স্টার অনলাইন রিপোর্ট
28 August 2017, 08:50 AM
UPDATED 28 August 2017, 14:55 PM

অভিনেত্রী আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ আগস্ট বিকেলে গণভবনে আনোয়ারার হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে মুক্তি।

কিছুদিন আগে স্বামী মহিতুল ইসলামের চিকিৎসার খরচ ঠিকভাবে বহন করতে পারছেন না এমন সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। সংবাদটিতে বলা হয়, তিনি সাহায্য চান না, মুক্তিযোদ্ধা স্বামীর চিকিৎসার জন্য প্রযোজকদের কাছে পাওনা টাকা ফেরত চান। কিন্তু কোন সাড়া না পাওয়ায় তিনি শেষে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছিলেন।

সংবাদটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে এলে তিনি তাঁর ব্যক্তিগত সহকারীকে নির্দেশ দেন অভিনেত্রী আনোয়ারার সঙ্গে যোগাযোগ করার জন্যে।

অভিনয়ের স্বীকৃতি হিসেবে আনোয়ারা আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।