আদালতের নির্দেশে চলচ্চিত্র সমিতির নির্বাচনের ফল স্থগিত

By স্টার অনলাইন রিপোর্ট
12 May 2017, 06:55 AM
UPDATED 12 May 2017, 13:07 PM

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদ্য অনুষ্ঠিত নির্বাচনের ফল উচ্চ আদালতের নির্দেশে স্থগিত করা হয়েছে। একইসঙ্গে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের বিষয়েও নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

আজ বিকাল সাড়ে ৩ টায় নতুন কমিটির শপথ নেওয়ার কথা ছিল। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ সেটি বন্ধ করার আদেশ দেন।

জানা গেছে, ঢাকার সিনিয়র সহকারী জজের আদালতের নির্দেশে এই স্থগিতাদেশ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর না করার জন্যে অন্তর্বর্তীকালীন অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করা হয়।

গত ১১ মে আদালত থেকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর, আপিল বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন দিলু, শিল্পী সমিতির সভাপতি শাকিব খান এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থার ব্যবস্থাপনা পরিচালককে আদালত এই নির্দেশনা দেয়।

নির্বাচিত ২১ জন ছাড়াও বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ, প্রধান নির্বাচন কমিশনের চেয়ারম্যান মনতাজুর রহমান আকবর ও বর্তমান সভাপতি শাকিব খানের কাছে এ চিঠি পাঠানোর কথা রয়েছে।

এদিকে, মনতাজুর রহমান আকবর চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যদিও আজ বিকেল সাড়ে চারটায় বিএফডিসির জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে নবনির্বাচিত কমিটির সদস্যরা শপথ নেবেন বলে কথা ছিল। এই স্থগিতাদেশ জারি হওয়ার কারণে সেটিও স্থগিত হয়ে গেছে।

এছাড়াও, আপিল বোর্ডের চেয়ারম্যান ও প্রযোজক নাসির উদ্দিন দিলু বলেছেন, “আমিও চিঠি পেয়েছি। সেই মোতাবেক নির্বাচিত ২১জন ও আমি সহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট আরও চারজন এ চিঠি পাবেন। আজ শপথ হচ্ছেনা এইটা ঠিক, বাকিটা পরে দেখা যাবে।”

stay-order-1.jpg

শিল্পী সমিতির দ্বিবার্ষিক (২০১৭-১৮) নির্বাচনে মিশা সওদাগর সভাপতি এবং জায়েদ খান সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এবারের চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে লড়েছে তিনটি প্যানেল। নির্বাচনে মোট ২১টি পদে লড়েছেন ৫৯ প্রার্থী। ভোটার সংখ্যা ছিল ৬২৪ জন। প্যানেল ছিল তিনটি - ওমর সানী-অমিত হাসান, মিশা সওদাগর-জায়েদ খান ও ড্যানি সিডাক-ইলিয়াস কোবরার প্যানেল।