করোনায় মারা গেলেন সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী

By স্টার অনলাইন রিপোর্ট
18 July 2021, 06:40 AM
UPDATED 18 July 2021, 17:25 PM

করোনার মারা গেছেন তরুণ সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী।

গতকাল শনিবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৩৫ বছর।

সংগীতশিল্পী ফাহমিদা নবী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘লাইফ সাপোর্টে থাকলেও বর্ণের অক্সিজেন স্যাচুরেশন কম ছিল। পরে ইনজেকশন দিয়েও তা স্বাভাবিক করা যায়নি। এরপর গতকাল শনিবার রাতে তিনি মারা যান।’

সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী নিজে গান লিখতেন ও সুর করতেন। তিনি সংগীত পরিচালকও ছিলেন। ২০১২ সাল থেকে মিউজিক ভিডিও, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেন তিনি।

গত ৯ এপ্রিল তার সংগীত পরিচালনায় প্রথম একক অ্যালবাম ‘বোকা পাখি’ প্রকাশিত হয়েছিল।