`ফালতু’ চরিত্রে মোশাররফ করিম!

By স্টার অনলাইন রিপোর্ট
28 January 2017, 10:15 AM
UPDATED 30 January 2017, 11:21 AM

একটি ‘ফালতু’ চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। তবে সেটা নাটকে নয় সিনেমায়।

ওয়াজেদ আলি সুমনের পরিচালনায় ‘ফালতু’ সিনেমায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অভিনয় করবেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।

মাহি বেশ অনেকদিন আগেই চুক্তিবদ্ধ হয়েছিলেন ছবিটির জন্য। গত ২৪ জানুয়ারি চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম। বিষয়টি দ্য ডেইলি স্টার অনলাইনকে নিশ্চিত করেছেন পরিচালক ওয়াজেদ আলী সুমন।

কমেডি ধারার এই চলচ্চিত্রে একজন ফালতু ও ঠগ চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। ফেব্রুয়ারির শেষের দিকে শুটিং শুরু হবে।

মাহি এর আগে ওয়াজেদ আলী সুমনের ‘দবির সাহেবের সংসার’ সিনেমায় কাজ করেছিলেন। তবে সুমনের সঙ্গে মোশাররফ করিমের এটি প্রথম চলচ্চিত্র।