১০ শিল্পীর অংশগ্রহণে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’

By স্টার অনলাইন রিপোর্ট
19 August 2021, 08:43 AM
UPDATED 19 August 2021, 20:23 PM

দেশের শ্রোতাপ্রিয় ১০ কণ্ঠশিল্পীর অংশগ্রহণে শুরু হতে যাচ্ছে ১০ পর্বের 'দ্য পিয়ানো লাউঞ্জ' নামের বিশেষ এক সংগীত অনুষ্ঠান।

আগামী সেপ্টেম্বর থেকে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠানটি চ্যানেল আইয়ে দেখা যাবে।

আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

'দ্য পিয়ানো লাউঞ্জ' এ অতিথি হয়ে আসবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা, ফাহমিদা নবী, শাফিন আহমেদ, শফি মণ্ডল, বাপ্পা মজুমদার, অনিমা রায়, তাহসান খান, তানভীর আলম সজীব ও পিন্টু ঘোষ।

প্রতি পর্বে শিল্পীরা তাদের সেরা চারটি গান পরিবেশন করবেন। সেই সঙ্গে থাকবে আলাপচারিতা।

অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টরা জানিয়েছেন, 'দ্য পিয়ানো লাউঞ্জ' এ জনপ্রিয় গানগুলোর নতুনভাবে উপস্থাপন করা হবে। এর সংগীত পরিচালনা করবেন মানাম আহমেদ।

অনুষ্ঠানটির ভিডিও পরিচালনা করেছেন হিমেল। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইজাজ খান স্বপন।