ইন্ডিয়ানায় বল স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা

By স্টার অনলাইন রিপোর্ট
21 August 2023, 09:35 AM

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বল স্টেট ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত শনিবার স্থানীয় সময় বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সাইডলার অ্যাপার্টমেন্ট অফিসের কমিউনিটি হলে এই মিলনমেলা চলে।

মিলনমেলায় এ বছর ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এ সময় বল স্টেট ইউনিভার্সিটিতে কর্মরত বাংলাদেশি বর্তমান ও সাবেক কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এই মেলনমেলা উপলক্ষে সাইডলার অ্যাপার্টমেন্ট অফিস কিছু সময়ের জন্য যেন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। বাঙালি খাবার পরিবেশনা আর গল্প-আড্ডায় মেতে ওঠেন সবাই।

বল স্টেট বিশ্ববিদ্যালয় ইন্ডিয়ানার মানসিতে অবস্থিত। এই বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে বিশ্বের অন্যান্য দেশের শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন।