জাপানে বাসা থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

By রাহমান মনি
12 May 2023, 14:24 PM

প্রবাসী আহমদ শাকিলের (২৪) মরদেহ উদ্ধার করেছে জাপান পুলিশ। গত বুধবার জাপানের কানাগাওয়া কেন এলাকার বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শাকিলের বাড়ি মুন্সিগঞ্জ জেলরা গজারিয়া উপজেলার চরবাউশিয়া বড়কান্দি গ্রামে। বাবার না তোতা মিয়াঁ। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি । 

আগামীকাল শনিবার দুপুর ১টায় গামো মসজিদে জানাজা শেষে ইবারাকি মুসলিম কবরস্থানে শাকিলকে দাফন করা হবে। এ সময় তার পরিবারের কেউ থাকবেন না।

শাকিল আহমেদ ২০১৮ সালে পড়াশোনা করতে জাপান যান। পড়াশোনা শেষ করে চলতি বছরের এপ্রিল মাসে একটি কোম্পানিতে যোগ দেন তিনি।