সারা দেশ থেকে নির্দিষ্ট ব্যাচের ‘নাপা’ সিরাপের নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ
ব্রাহ্মণবাড়িয়ায় ২ শিশুর মৃত্যুর ঘটনায় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের উৎপাদিত একটি নির্দিষ্ট ব্যাচের 'নাপা' সিরাপ বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর।
গতকাল শনিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের (ডিজিডিএ) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সই করা অফিস আদেশে অধিদপ্তরের সব বিভাগীয় ও জেলা কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়।
এতে বলা হয়, ১২ মার্চ, ২০২২ দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ায় প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের উৎপাদিত নাপা সিরাপ (প্যারাসিটামল-১২০মি.গ্রা/৫ মি.লি) ব্যাচ নং- ৩২১১৩১২১ ঔষধটি সেবন করে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামে একই পরিবারের দুটি শিশু মৃত্যুবরণ করেছে।
এমতাবস্থায় অধিদপ্তরের সব বিভাগীয় ও জেলা কার্যালয়ে কর্মরত সব কর্মকর্তাকে তার এলাকায় অবস্থিত পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে বর্ণিত ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণের জন্য সিরাপের নমুনা ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিশুদের পরিবারের অভিযোগ ছিল, জ্বর আসায় ২ ছেলেকে ৩২১১৩১২১ ব্যাচ নম্বরের 'নাপা' সিরাপ খাওয়ানো হয়েছিল। ওষুধের মেয়াদ ছিল ২০২৩ সালের নভেম্বর পর্যন্ত।
এদিকে, বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা ব্রাহ্মণবাড়িয়ার সব ওষুধ ব্যবসায়ীদের নাপা সিরাপ (ব্যাচ ৩২১১৩১২১) এবং নাপা ড্রপ বিক্রি সাময়িক বন্ধ রাখার অনুরোধ জানিয়েছে।