কেন শিক্ষক হৃদয় মণ্ডলের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা?

By স্টার কানেক্টস
11 April 2022, 18:28 PM
UPDATED 12 April 2022, 00:41 AM

মুন্সিগঞ্জ সদর উপজেলার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডল জামিনে মুক্তি পেয়েছেন। গত ২০ মার্চ স্কুলে ক্লাস নিচ্ছিলেন তিনি। সেখানে বিজ্ঞান ও ধর্ম নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তার কথোপকথন হয়।  এর দুদিন পরে ধর্ম অবমাননার দায়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ঠিক কী হয়েছিল যার জন্য তাকে ১৯ দিন কারাবাসে থাকতে হয়?

পুরো ঘটনা কি স্বাভাবিক না পরিকল্পিত?

এমন একটি ঘটনার পরে শিক্ষক হৃদয় মণ্ডল কি আর পেশাগত জীবনে ফিরে যেতে পারবেন?

আজকের স্টার কানেক্টসে এক্সক্লুসিভ ইন্টারভিউতে শিক্ষক হৃদয় মণ্ডলের কাছ থেকে এসব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন দ্য ডেইলি স্টার সাংবাদিক জাইমা ইসলাম।