বিধিনিষেধের বইমেলায় স্বাস্থবিধি মানতে অনীহা

By স্টার অনলাইন রিপোর্ট
16 February 2022, 17:07 PM
UPDATED 16 February 2022, 23:12 PM

অনেক দোলাচলের মধ্যে শুরু হয়েছে এবারের বইমেলা।  বিধিনিষেধ মানার শর্তে বইমেলার অনুমোদন দিলেও অনেকে মানছে না স্বাস্থবিধি। মেলা প্রাঙ্গনে দেখা যায়, দর্শনার্থীরা ঘোরাঘুরি করছেন ও মাস্ক না পরে সেলফিও তুলছেন।

 কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাজহারুল হানিফ বইমেলায় এসে মাস্ক ছাড়া ঘুরছিলেন। কারণ জিজ্ঞেস করাতে বলেন, 'গরম লাগছে, দম বন্ধ হয়ে আসছে। তাই মাস্ক খুলে রাখছি।

এরপর সোহরাওয়ার্দী উদ্যানে মাইকে বেজে উঠল, 'দর্শনার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনারা মেলায় প্রবেশের সময় মাস্ক পরে প্রবেশ করছেন কিন্তু ভেতরে ঢুকেই মাস্ক খুলে ঘোরাঘুরি করছেন। অনুগ্রহ করে মাস্ক পরুন।'

প্রাচীন প্রতিষ্ঠান আহমদ প্রকাশনীর মেজবাহ উদ্দিন দ্য ডেইলি স্টারকে জানান, অনেক বড় পরিসরে মেলা শুরু হয়েছে। অনেক আশাবাদী আমরা এবার। পাঠক ধীরে ধীরে আসছেন, বিক্রি হচ্ছে। মাসব্যাপী বইমেলা হলে ভালো কিছু হবে সবার জন্য। 

বইমেলা আজ নতুন বই এসছ ১৮টি। তারমধ্যে বাতিঘর প্রকাশনী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের বই 'কয়েকজন হুমায়ূন আহমেদ', রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের বই 'আল-কায়দার খোঁজে', সংবেদ থেকে প্রাবন্ধিক মোহাম্মদ আজমের 'সাংস্কৃতিক রাজনীতি ও বাংলাদেশ' উল্লেখযোগ্য নতুন বই।

বইমলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ শীর্ষক আলাচনা অনুষ্ঠান। 

প্রবন্ধ উপস্থাপন করেন সুভাষ সিংহ রায়। আলাচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক মাকসুদ কামাল এবং লেখক-গবষক ফারুক মঈনউদ্দীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলা একাডমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।