প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ৩ দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনী

By স্টার অনলাইন রিপোর্ট
28 September 2021, 13:45 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে 'শেখ হাসিনার সৃষ্টিশীলতা' শীর্ষক সেমিনার ও ৩ দিনব্যাপী গ্রন্থ প্রদর্শনী শুরু হয়েছে।

আজ মঙ্গলবার সকালে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেছেন বাংলা একাডেমির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এবং প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার অধ্যাপক ড. রাশিদ আসকারী।

এছাড়া অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন বাংলা একাডেমির পরিচালক ড. জালাল আহমেদ।

২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শেখ হাসিনা রচিত ও সম্পাদিত গ্রন্থের তিন দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।