প্রখ্যাত সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিমের মৃত্যু

By স্টার অনলাইন রিপোর্ট
28 August 2021, 09:30 AM

প্রখ্যাত সাহিত্যিক ও অনুবাদক শেখ আবদুল হাকিম মারা গেছেন। আজ শনিবার দুপুর ১টার দিকে রাজধানীর বাসাবোর বাসায় মারা যান তিনি।

শেখ আবদুল হাকিমের মেয়ে সাজিয়া হাকিম দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, 'বাবা শ্বাসকষ্টে ভুগছিলেন। তাকে হাসপাতালে নেওয়ার পরিকল্পনা চলছিল। এরমধ্যেই বাসায় তিনি মৃত্যুবরণ করেন।'