প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থার উন্নতি

By স্টার অনলাইন রিপোর্ট
28 August 2021, 10:27 AM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আজ শনিবার তার ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে বিএসএমএমইউতে আনার পর বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তিনি এখন আগের চেয়ে কিছুটা ভালো আছেন। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে, এখনো অক্সিজেন লাগছে। বিএসএমএমইউর মেডিকেল বোর্ড তাকে পর্যবেক্ষণে রাখছেন।'

দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন হাসান আজিজুল হক। বাসাতে থেকেই তিনি চিকিৎসা নিচ্ছিলেন। গত ২১ আগস্ট শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী থেকে ঢাকায় আনা হয়। ঢাকায় এনে প্রথমে তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

হাসান আজিজুল হক ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০০৪ সাল পর্যন্ত তিনি সেখানে অধ্যাপনা করেন।

১৯৬০ এর দশকে তিনি কথাসাহিত্যিক হিসেবে সুনাম অর্জন করেন তার মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ।

১৯৭০ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পান। ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদকে ও ২০১৯ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করে।

সার্বজৈবনিক সাহিত্যচর্চার স্বীকৃতি স্বরূপ ২০১৮ সালে তাকে একটি বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে 'সাহিত্যরত্ন' উপাধি দেওয়া হয়।