কাল বেলা ১২টায় রাবি শহীদ মিনারে নেওয়া হবে হাসান আজিজুল হকের মরদেহ

By নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
15 November 2021, 18:43 PM
UPDATED 16 November 2021, 01:45 AM

প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।

তার পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার বিকেলে রাবি কেন্দ্রীয় কবরস্থানে হাসান আজিজুল হককে দাফন করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

untitled_design_-_2021-11-16t014306.553.jpg
রাজশাহীতে হাসান আজিজুল হকের বাসভবন বিহাসের সামনে সোমবার রাতে সহকর্মী, ছাত্রছাত্রী, গুণগ্রাহীদের ভিড়। ছবি: স্টার

সোমবার রাত ৯টায় রাজশাহীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কথাসাহিত্যিক।

খবর পেয়ে শিক্ষকদের আবাসিক এলাকায় তার বাসভবন বিহাসের সামনে রাতে এসেছিলেন সহকর্মী, ছাত্রছাত্রী, গুণগ্রাহীরা।