কাল বেলা ১২টায় রাবি শহীদ মিনারে নেওয়া হবে হাসান আজিজুল হকের মরদেহ
হাসান আজিজুল হক। ছবি: সংগৃহীত
প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের মরদেহ মঙ্গলবার বেলা ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে।
তার পরিবারের সদস্যরা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার বিকেলে রাবি কেন্দ্রীয় কবরস্থানে হাসান আজিজুল হককে দাফন করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
রাজশাহীতে হাসান আজিজুল হকের বাসভবন বিহাসের সামনে সোমবার রাতে সহকর্মী, ছাত্রছাত্রী, গুণগ্রাহীদের ভিড়। ছবি: স্টার
সোমবার রাত ৯টায় রাজশাহীতে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি কথাসাহিত্যিক।
খবর পেয়ে শিক্ষকদের আবাসিক এলাকায় তার বাসভবন বিহাসের সামনে রাতে এসেছিলেন সহকর্মী, ছাত্রছাত্রী, গুণগ্রাহীরা।