কবি হেলাল হাফিজ সিএমএইচে

By স্টার অনলাইন রিপোর্ট
17 August 2021, 17:37 PM
UPDATED 17 August 2021, 23:47 PM

বার্ধক্যজনিত নানা জটিলতার কারণে জনপ্রিয় কবি হেলাল হাফিজকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করানো হয়েছে। আজ মঙ্গলবার তাকে সেখানে ভর্তি করানো হয়েছে।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান।

তিনি বলেন, 'কবি হেলাল হাফিজের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। আগামীকাল তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।'

শারীরিকভাবে অসুস্থতার বিষয়ে গত ৮ আগস্ট ডেইলি স্টারকে কবি হেলাল হাফিজ বলেন, 'একা থাকি, নিজের খেয়াল রাখতে, চলাফেরায় খুব কষ্ট হচ্ছে। কিডনির সমস্যা, গ্লুকোমা, ডায়াবেটিস, নিউরোলজিক্যাল সমস্যাও রয়েছে। এর মধ্যে কয়েক দিন আগে জ্বর এলে ভয় পেয়ে যাই। দ্রুত করোনা পরীক্ষা করালে রিপোর্ট নেগেটিভ আসে।'

১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোণায় হেলাল হাফিজের জন্ম হয়। ১৯৮৬ সালে তার প্রথম কবিতার বই 'যে জলে আগুন জ্বলে' প্রকাশিত হয়। কবিতার জন্য ২০১৩ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন।